September 20, 2024, 7:56 am

সরকার বিট্রে করেছে : ফখরুল

যমুনা নিউজ বিডিঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুলিশ প্রধান কার্যালয়ের ভেতরে ব্যাগ নিয়ে ঢুকেছে। এগুলোতে বিস্ফোরক আছে দেখিয়ে পরে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করবে। এর থেকে খারাপ কাজ আর কিছু হতে পারে না। ডিএমপি কমিশনার আমাদের বারবার কথা দিয়েছিলেন, আমরাও বলেছিলাম—শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চাই।

বুধবার (৭ ডিসেম্বর) নয়াপল্টনে দলীয় প্রধান কার্যালয়ের সামনে অবস্থানকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা আশা করেছিলাম—আজকেই ডিএমপির কাছ থাকে সমাবেশের অনুমতি পাবো। সেই আশায় আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছিলাম। কিন্তু সরকার আমাদের সঙ্গে বিট্রে করেছে। তারা সশস্ত্রভাবে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, এর থেকে খারাপ কাজ আর কিছু হতে পারে না। আমি কার্যালয়ে প্রবেশ করার জন্য হোম মিনিস্টার, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছি। কিন্তু কথা বলে লাভ নেই। ইনফ্যাক্ট এখানে কোনও সরকারই নেই।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD