September 20, 2024, 6:39 am

বগুড়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

ষ্টাফ রিপোর্টারঃ কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’- এই স্লোগানে  জেলায় পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে। এ উপলক্ষে শনিবার শহরে একটি র‌্যালি  বের করা হয়েছে। র‌্যালিটি বগুড়া পুলিশ লাইন্স থেকে শুরু হয়ে শহরের কলোনি এলাকা প্রদক্ষিণ করে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে এসে শেষ হয়। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা, ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। বিশেষ পুলিশ সুপার (সিআইডি) মোহাম্মাদ কাউসার সিকদার, ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. বেলাল হোসেন, পিবিআই’র পুলিশ সুপার কাজী এহসানুল করীম, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু এ সময় বক্তব্য রাখেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশ এগিয়ে যাচ্ছে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নানাভাবে চেষ্টা করে। সেই সঙ্গে বাংলাদেশ পুলিশকে সহায়তা করছে কমিউনিটি পুলিশ। আমাদের যারা সম্মানিত জনগণ রয়েছেন আপনারা সকলেই কিন্তু কমিউনিটি পুলিশের অংশ। আর এজন্য বলতে চাই, সমাজ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে আমাদেরই দায়িত্ব নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD