September 8, 2024, 5:29 am
যমুনা নিউজ বিডিঃ ইসরায়েলি সৈন্যদের গুলিতে আরও ২ ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে স্থানীয় সময় আজ শুক্রবারে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। নিহতদের মধ্যে একজন হলেন আবু রশীদ। ৪৭ বছরের আবু রশীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আবু রশীদের মাথা, বুক এবং পেটে গুলি করে ইসরায়েলি দখলদার বাহিনীর সদস্যরা।’ পরে আরও একটি বিবৃতিতে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় রামজি সামি জাবারা নামে ৩৫ বছরের একজনের মৃত্যুর কথা জানায়। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে, ‘নাবলুসে দখলদারদের গুলিতে গুরুতর আহত হয়ে জাবারা মারা যান।’
এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে—নাবলুসে তাদের একটি সামরিক ঘাঁটিকে কেন্দ্র করে চলন্ত গাড়ি থেকে গুলি ছোড়া হচ্ছে এমন খবরের ভিত্তিতে একটি অভিযান চালায়। বিবৃতিতে বলা হয়, ‘সৈন্যরা সন্দেহজনক কর্মকাণ্ডকে লক্ষ্য করে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। এ সময় বন্দুকধারীদের সঙ্গে গোলাগুলি হয়।’ তবে তাদের বিবৃতিতে হতাহতের বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। এর আগে, গত ২৫ অক্টোবর অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৬ ফিলিস্তিনির মৃত্যু হয়। আহত হন আরও ২১ জন। এ বিষয়ে ফিলিস্তিনি ফাতাহ আন্দোলনের এক মুখপাত্র জানান, মঙ্গলবার ভোরে ইসরায়েলি বাহিনী নাবলুস শহরে প্রবেশ করলে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ হয় তাদের।