September 20, 2024, 8:24 am
শাজাহানপুর প্রতিনিধিঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে বগুড়ার শাজাহানপুরের নয়মাইল টু টেংগামাগুর পাকা রাস্তার পুন:সংস্কার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুুপরে সংস্কার কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
এ সময় উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান লিটন, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন সহ উপজেলা প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাস্তাটি সংস্কার হলে এলাকাবাসি দীর্ঘদিনের দুর্ভোগ থেকে রেহাই পাবেন বলে জনিয়েছেন স্থানীয়রা।