September 7, 2024, 2:36 pm

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভারতের নতুন হাইকমিশনারের শ্রদ্ধা

যমুনা নিউজ বিডিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকিৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এসময় নতুন হাইকমিশনার জাদুঘরের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেন এবং সেখানে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। বিকেলে তিনি জাদুঘরে পৌঁছালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান হাইকমিশনারকে স্বাগত জানান। এদিন বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার পরই জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে জাদুঘরে যান হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD