April 19, 2024, 9:33 pm

গোবিন্দগঞ্জে ফিলিং স্টেশন ও অবৈধ মশার কয়েল কারখানায় জরিমানা

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফিলিং স্টেশন এবং অবৈধ মশার কয়েল কারখানায় বিএসটিআই-এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এসএম আব্দুল্লাহ-বিন-শফিক-এর নেতৃত্বে বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. দেলোয়ার হোসেন, পরিদর্শক (মেট) মো. আলমাস মিয়াসহ পুলিশ সদস্যদের সাথে নিয়ে গোবিন্দগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ এর ১৫ (১) ধারায় মেসার্স মৌসুমী ফিলিং স্টেশনে ওজনে কম দেয়ায় অপরাধে ৩০ হাজার টাকা এবং উপজেলার দিঘীরহাট নামক স্থানেঅবৈধভাবে মানচিহৃ ব্যবহার করার অপরাধে ফারকো কেমিক্যাল (ব্রান্ড-ফারকো) মশার কয়েল কারখানায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পরে ২শ’ কার্টুন মশার কয়েল ধ্বংস করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD