September 7, 2024, 3:17 pm

ইউক্রেনের ১০ লাখেরও বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন

যমুনা নিউজ বিডিঃ ইউক্রেনের ১০ লাখেরও বেশি বাড়িঘরে বিদ্যুৎ সরবরাহ নেই। দেশটির বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার হামলার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের ডেপুটি প্রধান শনিবার এ কথা জানিয়েছেন।

কিরিলো টিমোশেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, এখন পর্যন্ত খমেলনিটস্কি অঞ্চলে ৬ লাখ ৭২ হাজার গ্রাহক, মাইকোলাইভ অঞ্চলে এক লাখ ৮৮ হাজার ৪০০, ভোলিন অঞ্চলে এক লাখ দ্ইু হাজার, চেরকাসি অঞ্চলে ২ লাখ ৪২ হাজার, রিভনে অঞ্চলে ১ লাখ ৭৪ হাজার ৭৯০, কিরোভোগার্ড অঞ্চলে ৬১ হাজার ৯১৩ এবং ওডেসা অঞ্চলে ১০ হাজার ৫০০ বাড়িঘরে বিদ্যুৎসংযোগ নেই।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, বিদ্যুৎ অবকাঠামোয় হামলার পরেও রাশিয়া রাতে ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে।

জেলেনস্কি দাবি করেন, রাশিয়া ৩৬ বার রকেট হামলা চালিয়েছে, যার অধিকাংশই ভূপাতিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD