March 29, 2024, 6:09 am

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ : ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২।

দিবসটি উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা শিল্প একাডেমীতে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সম্পর্কিতপোস্ট

বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক কে.এম মাহাবুব কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর। অন্যদের মধ্যে মক্তব্য দেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের সাতক্ষীরা শাখার নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম প্রমুখ।

এর আগে র‌্যালিতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেজা রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত কুমার সরকারসহ প্রশাসনের কর্মকর্তা, কর্মচারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতি বছর যেভাবে সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে তা বিষ্ময়কর। এসব দুর্ঘটনায় মারা যাওয়া লোকজনের পরিবারগুলো এখন অতিকষ্টে জীবনযাপন করছে। তাই দুর্ঘটনা এড়াতে মোটরযান আইন, ট্রাফিক সাইন এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা সবাইকে মেনে চলার আহবান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD