September 18, 2024, 2:58 pm
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ যমুনা নদীর পানি কমতে থাকায় ভয়াবহ ভাঙনে সিরাজগঞ্জের তাঁত সমৃদ্ধ বেলকুচি উপজেলার বেতিল স্পারের-১ (মাটির স্যাং) প্রায় ১২৫ মিটার এলাকা শুক্রবার সকালে নদীগর্ভে বিলীন হয়েছে।
এ ভাঙন এলাকায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসহ ঘরবাড়ি এখন হুমকির মুখে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী (হের্ডকোটার) রণজিৎ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কয়েক দিন ধরে যমুনা নদীর পানি কমতে থাকায় ওই এলাকায় ভাঙনের তীব্রতা বাড়ছে। এ ভাঙন ও ¯্রােতের কারণে ওই স্পারের (মাটির স্যাং) ১২৫ মিটার বিলীন হয়েছে। ভাঙন এলাকার মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আজুগড়া সাবমেরিন কেবল সাইডের সার্স লাইন, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও বাড়িঘরসহ ফসলি জমি এখন হুমকির মুখে পড়েছে।
বেলকুচি-এনায়েতপুর যমুনার ভাঙ্গন থেকে রক্ষায় ২০০১ সালে প্রায় ৭ কোটি টাকা ব্যায়ে বেতিল স্পার-১ ও ২ নামে দুটি স্পার নির্মাণ করা হয়। বেতিল স্পার-১ এর দৈর্ঘ্য ৯৬০ মিটার এবং এর মধ্যে ৮০০ মিটার মাটির নির্মিত স্যাং। ওই স্পারের বাকি ১৬০ মিটার আরসিসি অংশ। কয়েক দিনে স্পারের মাটির অংশে ধস দেখা দেয়। শুক্রবার সকালে ভয়াবহ ভাঙ্গন ও ¯্রােতের কারণে প্রায় ১২৫ মিটার এলাকা বিলীন হয়ে যায়।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে এ স্পার রক্ষণাবেক্ষণ না করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্যদিকে যমুনা নদীর বিভিন্ন স্থানে একটি মহলের বালু উত্তোলন এবং বালুবাহী ট্রাক চলাচল করার কারণে স্পারে ধস দেখা দেয়। ইতিমধ্যেই এ ভাঙন রোধে পাউবোর তত্তাবধানে বালির বস্তা ডাম্পিং করা হচ্ছে এবং পানি কমে গেলে স্পার সংস্কার করা হবে বলে ওই প্রকেীশলী উল্লেখ করেন।