September 20, 2024, 5:38 pm

লুহানস্কে ইউক্রেনীয় বাহিনীর রকেট হামলায় নিহত ৬

যমুনা নিউজ বিডিঃ রাশিয়ার দখলকৃত পূর্ব লুহানস্ক অঞ্চলে ইউক্রেনের হিমারস রকেট হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।

বৃহস্পতি ও শুক্রবারের হামলায় লিসিচানস্ক, ব্রায়াঙ্কা, ট্রয়েটস্কে, রুবিঝনে, চেরভোনি প্রাপোর এবং ব্রিয়াঙ্কার বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মস্কো-সমর্থিত লুহানস্ক পিপলস রিপাবলিক জয়েন্ট সেন্টার ফর কন্ট্রোল অ্যান্ড কো-অর্ডিনেশন (জেসিসিসি) দাবি করেছে, ইউক্রেনীয় বাহিনী যুক্তরাষ্ট্রের হিমারস মাল্টিলঞ্চ রকেট সিস্টেম ব্যবহার করে এ হামলা চালিয়েছে।

এতে আরও বলা হয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন চেরভোনি প্রাপোরের জরুরি বিভাগের কর্মকর্তা ছিলেন।

প্রসঙ্গত, লুহানস্ক ইউক্রেনের চারটি অঞ্চলের মধ্যে রয়েছে, যেটিকে রাশিয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সংযুক্ত করার চেষ্টা করছে। বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন, তিনি চারটি অঞ্চলে ‘মার্শাল ল’ স্বাক্ষর করেছেন।
খবর সিএনএন

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD