September 8, 2024, 5:42 am
যমুনা নিউজ বিডিঃ শেখ রাসেল কাপ আমন্ত্রণমূলক দলগত দাবা চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। শিরোপাজয়ী দলের খেলোয়াড়রা হলেন-তিন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীব এবং দুই আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও মোহাম্মদ মিনহাজ উদ্দিন।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে বৃহস্পতিবার সুপার লিগের দ্বিতীয় তথা শেষ ম্যাচে বাংলাদেশ ৪-০ গেম পয়েন্টে নেপালকে পরাজিত করে। এর আগে তারা সুপার লিগের প্রথম ম্যাচে ২-২ পয়েন্টে শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে।
এদিকে আমন্ত্রণমূলক দলগত এ দাবার আসরে শ্রীলঙ্কা রানার্সআপ ও নেপাল তৃতীয় হয়েছে। সুপার লিগে লঙ্কানরা ৩-১ গেম পয়েন্টে নেপালের সঙ্গে জয় পেয়েছে। তবে সুপার লিগে নেপাল একটিও জয়ের মুখ দেখেনি।
উল্লেখ্য ৬ জাতির এ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, পাকিস্তান ও ভুটান মোকাবেলা করে। শুরুতে দলগুলো লিগ পদ্ধতিতে অংশগ্রহণ করে এবং পয়েন্ট টেবিলের শীর্ষ তিন দল বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল সুপার লিগ খেলেছে।