September 20, 2024, 6:25 am

জন্মদিনে ভক্তদের জন্য চমক আনছেন শাহরুখ

যমুনা নিউজ বিডিঃ চারবছর পর নতুন সিনেমা নিয়ে হাজির হতে চলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তার নতুন সিনেমা নিয়ে বরাবরই ভক্তদের মধ্যে তুমুল আগ্রহ-উদ্দীপনা দেখা যায়। কিন্তু দীর্ঘ বিরতীর পর নতুন কিং খানের নতুন সিনেমা আসায় ভক্তদের আগ্রহটা যেন একটু বেশিই।

মজার খবর হলো, আগামী ২ নভেম্বর শাহরুখের ৫৭তম জন্মদিন। সেদিনই নাকি প্রকাশ্যে আসবে ‘পাঠান’- এর টিজার। নায়কের জন্মদিনে ভক্তদের আরও বেশি চমক দিতেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস।

জানা গেছে, পরিচালক সিদ্ধার্থ আনন্দের এ সিনেমার ফার্স্ট লুক পোস্টারগুলো এরই মধ্যে চমকে দিয়েছে বলিউডকে। অ্যাকশন-প্যাক এ সিনেমায় শার্টলেস শাহরুখকে দেখে আগেই ভ্যাবাচাকা খেয়েছেন অনেক দর্শক।

চলতি বছরের ২ মার্চ ‘পাঠান’- এর প্রথম ঝলক সামনে এসেছিল। সেখানে শাহরুখের চরিত্রের দেখা যায় আব্রাহাম জন ও দীপিকা পাড়ুকোনকে। সেখানে জন-দিপীকা জানান, ধর্মহীন-জাতিহীন ‘পাঠান’- এর একমাত্র ধ্যান-জ্ঞান নিজের দেশ ভারতকে রক্ষা করা।

দেশের জন্য সবকিছু করতে প্রস্তুত পাঠান। তবে সে টিজারে শাহরুখের মুখ স্পষ্টভাবে দেখা না গেলেও ২ নভেম্বর সামনে আসবে বলে প্রত্যাশায় আছেন ভক্তরা।

২০১৮ সালে ‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর নিজেকে একপ্রকার গুটিয়েই নিয়েছিলেন শাহরুখ। দীর্ঘসময় ক্যামেরার রুপালি জগত থেকে দূরে থাকার পর ‘পাঠান’ দিয়েই ফিরে আসবেন তিনি। জানা গেছে, পাঠান সিনেমায় গুপ্তচরের ভূমিকায় থাকছেন কিং খান, তার নায়িকা দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম।

পরিচালক সিদ্ধার্থ আগেই বলেছিলেন, অ্যাকশন ঘরানার সিনেমার ক্ষেত্রে নতুন মাইলফলক সৃষ্টি করবে ‘পাঠান’। কোনো সিনেমায় শাহরুখ খানের সঙ্গে দীপিকা পাডুকোন ও জন আব্রাহামের মতো কুশলীরা থাকলে সেটি সব দিক থেকেই অন্য মাত্রায় পৌঁছাবে বলে সম্ভাবনা থাকে। আমার মনে হয়, পাঠান দর্শকদের হতাশ করবে না।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘পাঠান’। এর পাশাপাশি আটলি কুমারের পরিচালনায় ‘জাওয়ান’ আসবে আগামী বছর জুন মাসে। তাছাড়া বছরের শেষে প্রথমবার রাজকুমার হিরানির পরিচালনায় ‘ডানকি’ সিনেমায় দেখা যাবে শাহরুখকে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD