April 24, 2024, 1:01 pm

মুলা দিয়ে যেভাবে তৈরি করবেন সুস্বাদু আচার

যমুনা নিউজ বিডিঃ বাজারে এখন মুলা বেশ সহজলভ্য। এটি অত্যন্ত স্বাস্থ্যকর একটি সবজি। মুলা সালাদের সঙ্গে যেমন কাঁচা খাওয়া যায়, আবার এটি দিয়ে বিভিন্ন পদও তৈরি করা যায়। মুলার সব পদই খেতে বেশ সুস্বাদু। যদিও মুলা দেখলে কেউ কেউ নাক সিটকান, তবে অনেকেই আছেন যারা মুলার সব পদই চেটেপুটে খান। যারা মুলা খেতে পছন্দ করেন না, তারাও মুলার আচার খেলে মুগ্ধ হয়ে যাবেন। এটি এতোটাই সুস্বাদু যে একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। খুব কম সময়ে অল্প উপকরণেই তৈরি করা যায় এই মুলার আচার। রইলো রেসিপি-

উপকরণ

১. মুলা দেড় কেজি
২. চিনি ১ কাপ
৩. রসুন ছেঁচা ২ টেবিল চামচ
৪. তেঁতুল ১ টেবিল চামচ
৫. পাঁচফোঁড়ন গুঁড়া ১ টেবিল চামচ
৬. হলুদ গুঁড়া আধা চা চামচ
৭. লাল মরিচের গুঁড়া ১ টেবিল চামচ
৮. সরিষার তেল বড় ১ কাপ
৯. সিরকা ২ টেবিল চামচ ও
১০. শুকনো লাল মরিচ (আস্ত) ৫/৬টি

পদ্ধতি

মুলা স্লাইসারে কেটে ভাঁপ দিয়ে নিতে হবে। হাত দিয়ে চেপে মূলার পানি ফেলে দিন। এবার চুলায় প্যান বসিয়ে তাতে তেল সিরকা দিতে হবে। তেল ফুটে উঠতেই মুলা, রসুন, তেঁতুল, চিনি, হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে। ৫/৭ মিনিটের মতো জ্বাল দিলেই আচার ঘন হয়ে যাবে। এবার আচারের মধ্যে পাঁচফোড়নের গুঁড়া ও আস্ত শুকনো মরিচ দিয়ে ২/৩মিনিট নেড়ে নামিয়ে নিন। ব্যাস তৈরি হয়ে যাবে সুস্বাদু মুলার আচার।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD