September 20, 2024, 6:25 pm
যমুনা নিউজ বিডিঃ ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ নিয়ে নতুন তথ্য দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। আগামী ১৮ অক্টোবর (মঙ্গলবার) ভারতীয় উপকূলে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ আঘাত হানার সম্ভাবনা নাকচ করে দিয়েছে সংস্থাটি।
শনিবার (১৫ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইএমডির মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, সুপার সাইক্লোন সম্পর্কে আমরা কোনও পরামর্শ জারি করিনি। এই ধরনের কোনো হুমকি নেই, তাই আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই।
এনডটিভি আরও জানায়, কানাডার সাসকাচোয়ান ইউনিভার্সিটির আবহাওয়া ও জলবায়ু বিষয়ক একজন পিএইচডি গবেষক এ বিষয়ে ভবিষ্যদ্বাণী করার পর এমন গুঞ্জন উঠে।
আইএমডির আঞ্চলিক কেন্দ্র এক টুইটার বার্তায় জানায়, ভারতীয় আবহাওয়া বিভাগ ঘূর্ণিঝড়ের বিষয়ে কোনো পূর্বাভাস দেয়নি বা এই বিষয়ে কোনো ইঙ্গিতও দেয়নি। আমরা আবহাওয়া সংক্রান্ত সঠিক তথ্য দেওয়ার জন্য ২৪ ঘণ্টা কাজ করছি। তাই দয়া করে গুজব থেকে দূরে থাকুন।
ভারতের সিনিয়র আবহাওয়া বিজ্ঞানী উমাশঙ্কর দাশ জানান, আইএমডি ১৪ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে সাইক্লোনিক সার্কুলেশন গঠনের ইঙ্গিত দিয়েছে। তবে সব সাইক্লোনিক সার্কুলেশন ঘুর্ণিঝড়ে রূপ নেয় না।