September 20, 2024, 7:55 am
যমুনা নিউজ বিডিঃ দেশের অবস্থা সবচেয়ে খারাপ। গায়ের জোরে চললে হবে না। দেশের খারাপ অবস্থা অতিক্রম করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।
কাদের সিদ্দিকী বলেন, বর্তমান বাজার দরে শ্রমিকদের বেতন ২৫ হাজার টাকা নয়, ৫০ হাজার টাকাও কম বলে মনে হয়। আমরা পাকিস্তানের ২২ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই ২২ পরিবারের বিপরীতে বাংলাদেশে ১০ হাজার পরিবার তৈরি হয়েছে। আমরা তার কোনো প্রতিকার করতে পারছি না।
সমাবেশে এসময় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফয়েজ হোসেনসহ অনেকে।