September 8, 2024, 7:21 am
যমুনা নিউজ বিডিঃ ইউক্রেনের কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন, রাজধানী কিয়েভে নতুন করে হামলা চালিয়েছে রুশ সেনারা। নতুন হামলায় তারা ব্যবহার করেছে ইরানের তৈরি কামিকাজে ড্রোন। কিয়েভের ছোট শহর মাকারিভের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় তিনটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এতে স্থাপনাটি ধ্বংস হয়ে গেছে।
কিয়েভ অঞ্চল পুলিশ প্রধান আন্দ্রি নেবইয়েতোভ টেলিগ্রামে বলেছেন, মাকারিভ কমিউনিটিতে রাতের বেলা ড্রোন দিয়ে বোমা হামলা চালিয়েছে হামলাকারীরা। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির প্রেসিডেন্সিয়াল দপ্তরের উপপ্রধান কাইরাইলো তায়মোশেঙ্কো বলেছেন, কামিকাজে ড্রোন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের তৈরি শহিদ-১৩৬ ড্রোন দিয়ে সিরিজ হামলার তথ্য জানিয়েছে ইউক্রেন। রাশিয়াকে ড্রোন দেওয়ার কথা অস্বীকার করেছে ইরান। অন্যদিকে রাশিয়া এ ব্যাপারে কোনো কথা বলেনি। ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, রাতের বেলা দক্ষিণ দিকে কামিকাজে ড্রোন ভূপাতিত করা হয়েছে। সূত্র: বিবিসি