September 20, 2024, 6:34 am
রংপুর প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে বজ্রপাতে পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার শোলাগাড়ি এলাকার এ বিইবি ইট ভাটায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাদুল্লাপুর উপজেলার কাবিলপুর সোনাতলা গ্রামের আ. জলিল মিয়া (৬০), চকনদী গ্রামের নাজমুল ইসলাম (২২), একই গ্রামের সিয়াম মিয়া (২০), শাহাদত (২২), রশিদুল ইসলাম (২৮)। এরমধ্যে জলিল ভাটা এলাকায় ঘাস কাটতে গিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ইটভাটায় কাজ করছিলেন শ্রমিকরা। বিকেলে বৃষ্টি শুরু হলে ভাটার পাশের টিনের একটি ছাপড়ার নিচে আশ্রয় নেন তারা। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন ইটভাটার ম্যানেজার রবিউল ইসলাম।
পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের সবার বাড়ি পাশের সাদুল্লাপুর উপজেলায়।