September 16, 2024, 9:48 pm
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় ৫-১১ বছর বয়সী ৫ লাখ ৪ হাজার ৬৭০ জন শিশু পাচ্ছে করনোর টিকা। এ উপলক্ষে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে বি এ এফ শাহীন স্কুল এন্ড কলেজে টিকাদন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি বি এ এফ শাহীন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. নূরুজ্জামান।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সামির হোসেন মিশুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিভিল সার্জন ডা. মোহাম্মাদ শফিউল আজম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহনাজ পারভীনউ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ।
ডা. সামির হোসেন মিশু জানান, বগুড়া জেলায় ৫-১১ বছর বয়সী ৫ লাখ ৪ হাজার ৬৭০ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। বগুড়া পৌরসভা ও সদর উপজেলায় ৯৬ হাজার শিশুকে এই টিকা কর্মসূচির আওতায় আনা হবে। এর মধ্যে প্রথমদিন বগুড়া সদরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ হাজার ৫’শ শিশু। এদিন সদর উপজেলার বি এ এফ শাহীন স্কুল ছাড়াও গোকুল ও নুনগোলা স্কুলে টিকা দেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, ফাইজারের টিকা শিশু ও ঝরে পড়া শিক্ষার্থীদের দেয়া হবে। প্রথম ডোজ দেওয়ার ৫৬দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে।