September 18, 2024, 4:03 pm
যমুনা নিউজ বিডিঃ লাল-সবুজের জার্সিতে খেলতে প্রস্তুত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। এরইমধ্যে বাফুফের সঙ্গে কথাও বলেছেন তার বাবা গোলাম মোর্শেদ চৌধুরী। বিশ্বমঞ্চে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারলে, সেটা সবচেয়ে বড় পাওয়া হবে বলে সংবাদমাধ্যমকে জানান হামজা। দেশের নারী ফুটবলের জয়গানের খবরও রেখেছেন হামজা। এ ফুটবলাররা অনেক দূর এগিয়ে যাবে বলেও আশা তার। জামাল ভূঁইয়াদের অনেক ম্যাচের হাইলাইটসও টিভিতে দেখেছেন বলে জানান হামজা।
কয়েক দিন আগেই স্কাই স্পোর্টসে দেয়া এক সাক্ষাৎকারে লাল সবুজের জার্সিতে খেলার আগ্রহের কথা জানিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভুত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। সে সময় অবশ্য কিছুদিন সময় চেয়েছিলেন আগামী দু’বছর তার ফর্ম কেমন থাকে তা দেখার আশায়।
তবে, ততদিন আর অপেক্ষা করত চান না হামজা। এবার তার স্বপ্ন আলোর মুখ দেখছে। লেস্টার সিটি থেকে ধারে ওয়াটফোর্ডে খেলা এই মিডফিল্ডার নিজেই জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে নাকি এরই মধ্যে যোগাযোগ করেছেন তার বাবা গোলাম মোর্শেদ চৌধুরী।
কেন নিজ দেশ ইংল্যান্ডকে ছেড়ে বাংলাদেশে খেলার সিদ্ধান্ত? হামজা চৌধুরী বলেন, ‘শেকড়ের টানে বাংলাদেশের হয়ে খেলতে চাই আমি। আমার বাবার খুব আগ্রহ আমি বাংলাদেশের জার্সিতে খেলি। এরইমধ্যে ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা বলেছেন আমার বাবা। আলোচনাও হয়েছে দুই পক্ষের মাঝে। আমার ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বব্যাপী তুলে ধরতে পারলে আমি খুশি হবো। নভেম্বরে বাংলাদেশে আসার ইচ্ছা আছে আমার।’
সম্প্রতি হিমালয় জয় করে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ইংল্যান্ডে বসেও নারী দলের খবর ঠিকই রেখেছেন হামজা। বলেন, ‘আমি শুনেছি ওরা দারুন খেলেছে। ওদের অর্জন দেশকে সম্মানিত করেছে। নারীরা আরও এগিয়ে যাবে আশা করি।’
বাংলাদেশের হয়ে খেলবেন। বাংলাদেশ দলের কোন ম্যাচ কি কখনও দেখেছেন? বাংলাদেশি বংশোদ্ভুত এই ইংলিশ ফুটবলার বলেন, ‘আমি বাংলাদেশের দলের অনেক ম্যাচের হাইলাইটস দেখেছি। আমার কাছে বেশ ভাল লেগেছে।’
২০১৫ লেস্টার সিটিতে যোগ দেন হামজা চৌধুরী। একটি গোলও আছে ফক্সেদের হয়ে তার। এরপর বারটন অ্যালবিয়নের হয়ে ধারে খেলেছেন। সেখান থেকে এ মৌসুমে এসেছেন ওয়াটফোর্ডে। এ ক্লাবের হয়ে বেশ ভাল খেলছেন হামজা। ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়েও খেলেছেন ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার।