September 16, 2024, 10:09 pm
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়।
এসময় আয়োজনের সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পাল। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাছিম রেজা, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ শাজাহান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী, কেন্দ্রীয় (বড় মসজিদ) জামে মসজিদের খতিব আজগর আলী, মাওলানা মোস্তাকিম হোসাইন প্রমুখ।
নবী করিম (সাঃ)-এর জীবনী ও জন্মদিন এবং ওফাত দিবস নিয়ে বিস্তারিত আলোচনা সভা শেষে দোয়া মাহফিল হয়েছে। এদিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়া সদর উপজেলার পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি হোসাইন আহমাদ।