September 20, 2024, 4:03 pm
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলায় নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। রোববার বেলা ৩টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বগুড়া জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডা. মবকুল হোসেনকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আগামী দিনে বগুড়ার উন্নয়নে দলমত-নির্বিশেষে এ নির্বাচনে তার বিজয় নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগসহ সকল অঙ্গসহযোগি সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করতে হবে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান এবং বগুড়ার আওয়ামী লীগের সম্মান। আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। এ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। তাই এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবারো বিজয়ী হলে বগুড়ার উন্নয়ন আরো তরান্বিত হবে।
তিনি আরো বলেন, স্থানীয় সরকারব্যবস্থায় জেলা পরিষদ খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। আর স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিরাই এখানে ভোটার।
জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজিবর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ডা. মকবুল হোসেন। জেলার সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি টি জামান নিকেতা, এ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, শামস-উল-আলম জয়, এ্যাডভোকেট তবিবর রহমান তবি, যুগ্ম সাধারণ সম্পাদক আছাদুর রহমান দুলু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জাকির হোসেন নবাব, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজি জুয়েল, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন রহমান সীমা, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহ মো. আখতারুজ্জামান ডিউক, যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি হিরো, জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, রাশেকুজ্জামান রাজনসহ বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধিরা।