September 18, 2024, 3:28 pm

মুখোমুখি মাহিয়া মাহি ও পূজা চেরি

যমুনা নিউজ বিডিঃ  করোনা মহামারি পরিস্থিতি শিথিল হতেই ঢাকাই সিনেমার পালে লেগেছে নতুন হাওয়া। আবার হলমুখী হয়েছেন সিনেপ্রেমীরা। ইতোমধ্যে কয়েকটি ছবি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

সেই ধারাবাহিকতায় শুক্রবার (৭ অক্টোবর) সারাদেশে মুক্তি পেয়েছে নিটোল প্রেমের দুটি সিনেমা। এর একটি হলো চিত্রনায়িকা মাহিয়া মাহির ‘যাও পাখি বলো তারে’ এবং অপরটি হালের ক্রেজ পূজা চেরির ‘হৃদিতা’।

‘যাও পাখি বলো তারে’ পরিচালনা করেছেন গুণী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। ছবিটি নিয়ে ভীষণ আশাবাদী মাহি। নিজের ক্যারিয়ারের সফলতম চলচ্চিত্র ‘পোড়ামন’-এর সফলতাকেও এটি ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা তার। তিনি বলেন, অসাধারণ গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘যাও পাখি বলো তারে’ । এতে পরিচালকের ব্যাপক মুন্সিয়ানা আছে। দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে দেখলেই তা টের পাবেন।

সময়ের আলোচিত নায়িকা বলেন, এ সিনেমার প্রতিটি সংলাপ মনোমুগ্ধকর। নিঃসন্দেহে সেগুলো দর্শকশ্রোতার মনে দাগ কাটবে। আমার বিশ্বাস, এটি ‘পোড়ামন’ এর সাফল্যকেও অতিক্রম করবে। আশা করছি, ছবিটি আমার ক্যারিয়ারের সেরা হবে।

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত চলচ্চিত্রে মাহির বিপরীতে আছেন আদর আজাদ ও শিপন মিত্র। এছাড়া এতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, সুব্রত, বড়দা মিঠু, রেবেকা ও মিলি বাশার প্রমুখ।

এদিকে ‘হৃদিতা’ নিয়েও তুমুল প্রত্যাশা পূজার। তিনি বলেন, এ প্রথম এমন গল্পের সিনেমায় অভিনয় করলাম। দেশবরেণ্য সাহিত্যিক আনিসুল হকের উপন্যাস ‘হৃদিতা’ অবলম্বনে নির্মিত হয়েছে এটি। এ নিয়ে প্রথমবার কোনো সাহিত্যনির্ভর ছবিতে কাজ করেছি। আমি মনে করি, সেটি অবশ্যই দর্শকদের গ্রহণযোগ্যতা পাবে।

‘হৃদিতা’ চরিত্রে অভিনয় করেছেন পূজা। এ ছবি দিয়ে তার সঙ্গে জুটি বেঁধেছেন এ বি এম সুমন। এতে আরও রয়েছেন সাবেরী আলম, মানস বন্দ্যোপাধ্যায়, আরজুমান্দ আরা বকুল প্রমুখ।

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল ‘হৃদিতা’। বহুল কাঙ্ক্ষিত সিনেমাটি বানিয়েছেন খ্যাতিমান পরিচালক ইস্পাহানী আরিফ জাহান। স্বাভাবিকভাবেই তা নিয়ে আশাবাদী কুশীলবসহ সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD