September 7, 2024, 2:33 pm

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত 

২৫সেপ্টেম্বর রবিবার ঢাকাস্থ রমনা চাইনিজ রেস্টুরেন্টে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেন। সংস্থার মহাসচিব অ্যাডভোকেট লুৎফর রশিদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্থার প্রধান উপদেষ্টা গনি মিয়া বাবুল, কেন্দ্রীয় সহ-সভাপতি আলমগীর গনি, যুগ্ন মহাসচিব কামরুল ইসলাম, সহকারি মহাসচিব মুহাম্মাদ আবু মুসা, সাংগঠনিক সচিব আব্দুল মজিদ।
আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি খাইরুল ইসলাম, নেত্রকোনা জেলা সভাপতি আনিসুর রহমান আনজু। এ সময় উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের সভাপতি ও সাধারন সম্পাদকগণ। প্রধান অতিথি মুহাম্মদ আলতাফ হোসেন বলেন, সারাদেশে সাংবাদিকদের ন্যায্য দাবী আদায় ও কল্যাণে জাতীয় সাংবাদিক সংস্থা কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD