April 16, 2024, 5:19 pm

দেশের দ্রুততম মানব ইমরানুর, মানবী শিরিন

যমুনা নিউজ বিডিঃ ১০০ মিটার স্প্রিন্টে জাতীয় রেকর্ড গড়ে দ্রুততম মানব হয়েছেন লন্ডন প্রবাসী ইমরানুর রহমান। একই সঙ্গে সুমাইয়া দেওয়ানকে হারিয়ে দ্রুততম মানবীর মুকুট পুনরুদ্ধার করেছেন শিরিন আক্তার। ইমানুর দ্রুততম মানব হতে গিয়ে সময় নিয়েছেন ১০ দশমিক দুই নয় সেকেন্ড। আর শিরিন সময় নেন ১১.৯৫ সেকেন্ড। ইলেকট্রনিক বোর্ডে এটি মেয়েদের ১০০ মিটারে নতুন জাতীয় রেকর্ড।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সুলতানা কামাল জাতীয় সামার অ্যাথলেটিক্স শুরু হয়। জানুয়ারিতে প্রথমবার জাতীয় অ্যাথলেটিক্সে অংশ নিয়ে ভাঙ্গেন মোহাম্মদ ইসমাইলের গড়া ২১ বছর আগের রেকর্ড। সময় নিয়েছিলেন ১০ দশমিক পাঁচ শূন্য সেকেন্ড। ১৯৯৯ সালে মাহবুব আলমের গড়া ১০ দশমিক ৫৪ সেকেন্ডের রেকর্ড নিজের করে নিয়েছিলেন তিনি। দ্বিতীয় হওয়া নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল সময় নিয়েছেন ১০ দশমিক ৭০ সেকেন্ড। ১০ দশমিক ৮০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন একই সংস্থার রাকিবুল হাসান। জাতীয় রেকর্ড গড়েছেন শিরিন আক্তারও। ১০০ মিটার স্প্রিন্টে নিজের রেকর্ড ভেঙ্গে দ্রুততম মানবীর খেতাব পুনরূদ্ধার করলেন শিরিন। সময় নিয়েছেন ১১ দশমিক নয় পাঁচ সেকেন্ড। ইলেকট্রনিক বোর্ডে এটি মেয়েদের ১০০ মিটারে নতুন জাতীয় রেকর্ড। আগের রেকর্ডও ছিল শিরিনের। ২০১৬ সালে গুয়াহাটি এসএ গেমসে করেন ১১.৯৯। ১৩ বার ১০০ মিটারে শ্রেষ্ঠত্ব শিরিন আক্তারের। অ্যাথলেটিকস ও সাঁতারের জাতীয় প্রতিযোগিতা মানেই টাইমিং নিয়ে প্রশ্ন। গত জাতীয় প্রতিযোগিতার মতো এই প্রতিযোগিতাও হয়েছে ইলেকট্রনিক টাইমিংয়ে। দ্রুততম মানবী শিরিন তার ১০০ মিটার ইভেন্টে সেরা টাইমিং করেছেন। এই ইভেন্টে আগের সেরা টাইমিং ছিলো ১১.৯৯। সেটা ছিলো ২০১৬ সালে গৌহাটি সাফ গেমসে। এবারের সামারে তার টাইমিং তিনি করেছেন ১১.৯৫। দ্বিতীয় হওয়া সুমাইয়া দেওয়ানের টাইমিং ১২.০৯।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD