September 8, 2024, 5:45 am

শাজাহানপুরে ১১টি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

শাজাহানপুর প্রতিািনধিঃ  শািজরাজস্ব বাজেটের আওতায় বগুড়ার শাজাহানপুরে ১১টি সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।  মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে পোনা মাছ অবমুক্তকরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো: রাশেদ হাসানের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ। অন্যান্যের মধ্যে অংশ নেন কৃষি কর্মকর্তা নুরে আলম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: হোসাইন মো: রাকিবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুম কবির,  প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: সাধনা রাণী রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভুঁইয়া, সরকারি মৎস্য খামারের ব্যবস্থাপক সন্তোষ কুমার সরকার, গোহাইল ইউপি চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD