September 7, 2024, 3:14 pm

বগুড়ায় পূজায় থাকবে কঠোর নিরাপত্তা- এসপি সুদীপ

ষ্টাফ রিপোর্টারঃ পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেছেন, ‘দূর্গাপূজায় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বগুড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ মন্দিরের তালিকা করে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

প্রতি বছরের ন্যায় এবারও পূজা নিরাপদে ও নির্বিঘ্নে পালন করতে মাঠে সবাই মিলে একত্রে কাজ করবো।’মঙ্গলবার বিকাল ৪টার দিকে বগুড়া জেলা পুলিশের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে সমন্বয় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বৈশ্বিক বিভিন্ন কারণে দেশে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। তাই পূজায় ব্যাপক আলোকসজ্জা থেকে বিরত থেকে দেশের এ সংকটে পাশে থাকতে হবে।

আলোকসজ্জার খরচ কমিয়ে যদি মন্দিরের উন্নয়ন করা যায় সেদিকে ধর্মীয় নেতাদের সচেতন হতে হবে। এছাড়া পূজায় মাদকের অবাধ বিস্তার রোধে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। এর পাশাপাশি পূজা চলাকালীন যানজট নিরসণে পুলিশের পাশাপাশি স্থানীয় নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীদের কাজ করারও আহ্বান জানান তিনি। বগুড়া পুলিশ লাইন্স অডিটোরিয়ামে সমন্বয় সভার উপস্থিত ছিলেন ডিজিএফআই এর ডিডি কলিমুজ্জামান, এনএসআই এর ডিডি মোজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) আব্দুর রশীদদ, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম, সহকারী পুলিশ সুপার তানভীর হাসান, সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী, র‍্যাব-১২ বগুড়ার সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম, আনসার কমাডেন্ট কাওসার জাহান, বগুড়া জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সাগর কুমার রায়, বগুড়া জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. এন সি বাড়ই, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্তী, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজসহ সকল থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

এদিকে, এ বছর বগুড়ার ১২টি উপজেলায় ৬৭৯টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামি পহেলা অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এবারের দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। সে হিসেবে ৫ অক্টোবর বিজয়া দশমীর মধ্যে দিয়ে শেষ হবে এবাবের দুর্গোৎসব। এবছর দেবী দুর্গা আসছেন গজে (হাতি) চড়ে যাবেন নৌকায় চড়ে। দেবীর আগমনে বিশ্ব হবে শান্তিময়, অশুভ শক্তিকে বিনাশ করে উদয় হবে শুভ শক্তির এমনটাই প্রত্যাশা করেন সনাতন  ধর্মাবলম্বীরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD