March 28, 2024, 11:35 pm

এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিশ্বকাপ দল ঘোষণা

যমুনা নিউজ বিডিঃ  ইদক্ষিণ এশিয়ার দ্বীপদেশ শ্রীলঙ্কা। প্রাকৃতিক সৌন্দর্যের দেশটি এখন অর্থনৈতিক ও রাজনৈতিক অনেক সংকটের মধ্যে। জাতীয় সংকটের মধ্যে দেশটির জনগণের মুখে হাসি ফুটিয়েছেন ক্রিকেটাররা। এশিয়া কাপ ক্রিকেটে শ্রীলঙ্কাই করেছে বাজিমাত। আসন্ন বিশ্বকাপ টি-টোয়েন্টি ফরম্যাটের হওয়ায় শ্রীলঙ্কাকে নিয়ে আলোচনাও বেশি। অন্য দেশগুলো ১৫ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণা করলেও নির্ধারিত সময়ের একদিন পর শুক্রবার দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। নিয়মিত সকল খেলোয়াড়ের পাশাপাশি ইনজুরি কাটিয়ে বিশ্বকাপ দলে ফিরেছেন তারকা পেসার দুষ্মন্ত চামিরা। এছাড়া আছেন লাহেরু কুমারা।

বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। সাঙ্গাকারা-মাহেলার অবসর পরবর্তী সময় শ্রীলঙ্কার ক্রিকেট কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছিল। শানাকার দলটি এখন টি-টোয়েন্টি ফরম্যাটে যথেষ্ঠ ভারসাম্যপূর্ণ। এশিয়ার সেরা দলটি বিশ্বকাপের মঞ্চে কতটুকু সফল হয় সেটাই দেখার বিষয়। স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক) দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেট কিপার), চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মহেশ থেকশান, জেফরি ভ্যান্ডারসে, চমিকা করুনারত্নে, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মধুশান। স্ট্যান্ডবাই প্লেয়ার: আশেন বান্দারা, প্রবীণ জয়াবিক্রমা, দিনেশ চান্দিমাল, বিনুরা ফার্নান্দো, নুওয়ানিদু ফার্নান্দো। স্যান্ডবাই থেকে দলের সঙ্গে অস্ট্রেলিয়ার বিমানে যাত্রা করবেন আশেন বান্দারা ও প্রবীণ জয়াবিক্রমা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD