September 20, 2024, 7:48 am

ময়মনসিংহের ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধিঃ  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটিতে ময়মনসিংহের কৃতি সন্তান জাহাঙ্গীর আলমকে দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মিছিল করে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ রায়হানুল কবির জোনাক এর নেতৃত্বে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে আরও উপস্থিত ছিলেন মহসিন মুরাদ (যুগ্ম সম্পাদক), তৌফিকুল ইসলাম রানা (সহ সম্পাদক), ছাত্রদল নেতা সোবাহান, লুৎফর রহমান রাসেল, নাবিল আহমেদ, রায়হান রহমান মুন্না, আশরাফুল পাভেল, দেলোয়ার হোসেন আকাশ, ফাহাদ, সাগর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD