September 16, 2024, 10:54 pm
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : গতকাল বৃহস্পতিবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চেক প্রতারণা মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন মামলায় আট জনকে গ্রেফতার করেছে। এরা হলো চেক প্রতারণা মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলার গুনাহার ইউনিয়নের ভান্ডুরিয়া খাগড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আক্কাছ আলী (৫০), নারী ও শিশু নির্যাতন আইনে মামলার গ্রেফতারি পরোয়ানামুলে বড় নিলাহালী গ্রামের মৃত কেরামত আলীর ছেলে আব্দুল জলিল প্রামানিক (৫৫), তার স্ত্রী মোছাঃ মনজুয়ারা (৪৮) ও তার দুই ছেলে হাবিব (২২), জমির উদ্দীন প্রামানিক ওরফে মিলন (৩১)। গ্রেফতারি পরোয়ানামুলে বনতেঁতুলিয়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে সোহেল রানা (৩৫), তালোড়া মন্ডলপাড়ার মৃত ডা. সাইফুদ্দিন কাজীর ছেলে শাহ্ আলম ওরফে কাজী সুমন এবং দুপচাঁচিয়া মন্ডলপাড়ার মৃত হাফিজার রহমানের ছেলে আব্দুল হাকিম। পুলিশ গতকাল শুক্রবার গ্রেফতারকৃত আসামিদেরকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।