September 20, 2024, 8:09 am
ষ্টাফ রিপোর্টারঃ সরকারি নির্দেশনা অমান্য করায় বগুড়ায় চার কোচিং সেন্টারকে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ঐ চার প্রতিষ্ঠান হলো- জলেশ্বরীতলা এলাকার বিসিএ ক্যাডেট কোচিং, সেউজগাড়ির আইসিটি টিউটোরিয়াল হোম, বিএস একাডেমি ও ইংলিশ প্রাইভেট সেন্টার । মঙ্গলবার বিকালে শহরের জলেশ্বরীতলা ও সেউজগাড়ী এলাকায় অভিযানে এসব প্রতিষ্ঠান সিলগালা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহঃ শাহনুর জামান এবং রেবেকা সুলতানা। এসময় অভিযানে সহযোগিতা করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা জানান, সরকারি নির্দেশনা অমান্য করে পাঠদান পরিচালনা করায় চার কোচিং সেন্টার সিলগালা ও জরিমানা করা হয়েছে।তিনি আরও জানান, পরীক্ষা চলাকালে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।