September 18, 2024, 2:27 pm

রাশিয়াকে হটিয়ে ৬ হাজার কিলোমিটার জায়গা দখলে নিল ইউক্রেন

যমুনা নিউজ বিডিঃ  ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের সৈন্যরা রুশ বাহিনীর কাছ থেকে নিজ ভূখণ্ড ছিনিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে তারা ৬ হাজার স্কয়ার কিলোমিটার জায়গা দখলে নিয়েছে। চলতি মাসেই উত্তর এবং দক্ষিণ এলাকা দখলে নেয় ইউক্রেন বাহিনী। তবে জেলেনস্কির এমন দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

এদিকে খারকিভের উত্তর-পূর্ব অঞ্চল হারানোর কথা স্বীকার করেছে রাশিয়া। এমন পরিস্থিতিকে সেনা বিশেষজ্ঞরা যুদ্ধের পরিস্থিতিকে পরিবর্তনের মোড় হিসেবে উল্লেখ করেছেন। মস্কো বলছে, হুহানস্ক এবং দোনেৎস্ক অঞ্চল দখলের জন্য অন্য অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার করা হয়েছে। তবে রাশিয়ার এ দাবিকে অনেকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক থিংক ট্যাঙ্ক প্রতিষ্ঠান ম্যাসন ক্লার্ক বিবিসিকে জানিয়েছে, ইউক্রেনের যুদ্ধ পরিচালনার সক্ষমতা কমে এসেছে রাশিয়ার। কারণ তাদের যুদ্ধাস্ত্র কমে গেছে। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, রুশ বাহিনীকেতে হটাতে ইউক্রেন সেনারা তাৎপর্যপূর্ণ অবদান রাখছে। খুব শিগগির যুদ্ধের মোড় ঘুরে যাবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD