September 7, 2024, 1:45 pm

বগুড়ার দুপচাঁচিয়ায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা ৪৩ হাজার টাকা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়ায় বেসরকারি কিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলা সদরের মেইল বাসস্ট্যান্ড এলাকার আধুনিক কিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ৮ হাজার, হাজেরা কিনিক এন্ড মীম ডায়াগনস্টিক সেন্টারের ২০ হাজার ও থানা বাস্ট্যান্ড এলাকার মেডিকিউর হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস।

উক্ত কিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সার্বক্ষনিক মেডিকেল অফিসার, প্রশিক্ষিত ডাক্তার, সেবিকা না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশ থাকার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়। সেই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে এ ত্রুটিপূর্ণ বিষয়গুলো সমাধান করার নির্দেশ প্রদান করা হয়। অন্যথায় এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে বলে জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কলসালটেন্ট ডাঃ মোমিনুল হক, আবাসিক মেডিকেল অফিসার সাঈদ মো. আব্দুল্লাহ, ডাঃ আতিকুজ্জামান সৈকত, থানার এসআই সোহেল রানা সহ সঙ্গীয় ফোর্স।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD