September 7, 2024, 1:59 pm

নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না : বাদশা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা বিএনপি’র আহ্বায়ক ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া এই সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে জ্বালানি তেলসহ সকল দ্রব্যমূল্যের দাম কমাতে এবং গণতন্ত্র পুনঃউদ্ধারে আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামতে হবে। রোববার (১১ সেপ্টেম্বর) বিকালে বগুড়া দুপচাঁচিয়া উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ প্রতিটি দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ তিনি এ কথাগুলো বলেন।

গুনাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুল ইসলাম খান স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. একেএম সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপি নেতা ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, এমআর ইসলাম স্বাধীন, জেলা বিএনপি’র সদস্য এড. হামিদুল হক চৌধুরী হিরু, আব্দুল মুহিত তালুকদার, শেখ তাহা উদ্দিন নাইন, শহর বিএনপি সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ মিলটন, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক সরকার মুকুল, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক এবিএম নুরুল ইসলাম খান হিরু, পৌর বিএনপি’র সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার ইউনুস আলী মহলদার মানিক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাফ্ফর রহমান টিটু, গুনাহার ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD