September 16, 2024, 11:35 pm

News Headline :
বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ২ ভারতীয় নৌবাহিনীর উচ্চপর্যায়ের বৈঠকে বিশেষ গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ ইস্যু কারাগারে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী আসছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল, থাকবে এক মাস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তারেক রহমানের বিবৃতি ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার বগুড়া জেলাস্থ গাইবান্ধা স্টুডেন্ট এসোসিয়েশনে অভিষেক অনুষ্ঠিত আ’লীগ নেতাকর্মীদের হাতে হাতে অবৈধ অস্ত্র, সেগুলো ব্যবহার হচ্ছে : রিজভী উপদেষ্টা নাহিদ-আসিফদের ‘ছাত্রশক্তি’র সব কার্যক্রম স্থগিত

উচ্চরক্তচাপ কমাতে বেদানার রস

যমুনা নিউজ বিডিঃ উচ্চরক্তচাপ বা হাইপারটেনশন শব্দটির সঙ্গে আমরা সবাই পরিচিত। প্রায় প্রতিটি বাড়িতেই দু-একজন হয়তো উচ্চরক্তচাপজনিত সমস্যায় ভুগছেন। এটি একটি নীরব ঘাতক। উচ্চরক্তচাপের রোগীদের হৃদরোগের আশঙ্কা প্রবল থাকে। এ কারণে এই জটিল রোগ ধরা পড়লেই সতর্ক থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

উচ্চরক্তচাপের রোগীদের প্রতিদিনের খাদ্যতালিকায় একটি বিশেষ পানীয় রাখার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা। সেটি হলো বেদানার রস। নিয়মিত চিনি ছাড়া এক কাপ বেদানার রস খেলেই ভীষণ উপকার পাবেন উচ্চরক্তচাপে ভোগা রোগীরা।

যে কারণে বেদানার রস খাবেন—

বেদানার রসে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ এবং ফোলেট থাকে। অন্যান্য ফলের রসের তুলনায় বেদানার রসে তিনগুণ বেশি অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। গ্রিন-টি এবং রেড ওয়াইনের থেকেও বেদানার রসে বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। সিস্টোলিক এবং ডায়াস্টোলিক রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে বেদানার রস। ফলে মানসিক চাপ, দুশ্চিন্তা কমে।

হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমে। আর্টারি পরিষ্কার রাখতে সাহায্য করে বেদানা। এই ফলের রস তাই রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাতে দারুণ কার্যকর। এর পলিফেনল অ্যান্টি-অক্সিড্যান্ট কার্ডিওভাসকুলার স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি হলে তাদেরকে নিয়মিত বেদানার রস খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

তবে উচ্চরক্তচাপ কমাতে শুধু বেদানার রস খেলেই হবে না। জীবনধারাতেও পরিবর্তন আনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে উচ্চরক্তচাপের রোগীদের লবণ ছাড়া খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া অ্যালকোহল, ধূমপানের অভ্যাস ছাড়ার পাশাপাশি তৈলাক্ত, মসলাদার খাবার এবং জাঙ্ক ফুড না খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD