September 8, 2024, 7:43 am

কোথায় আছেন পূর্ণিমা?

যমুনা নিউজ বিডিঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা দীর্ঘ সময় ধরে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন না। অভিনয় নিয়ে ব্যস্ততা না থাকলেও বিভিন্ন ধরনের অনুষ্ঠানে তাকে গত ঈদের আগ পর্যন্ত নিয়মিত দেখা যেত। তবে দ্বিতীয় বিয়ের পর মিডিয়ার কোনো কাজেই তাকে দেখা যাচ্ছে না। বিরতির এ সময়টা নতুন সংসারেই নাকি ব্যয় করছেন এ চিত্রনায়িকা। সংসারে পূর্ণ মনোযোগের কারণেই আপাতত অভিনয়ে দেখা যাচ্ছে না। কিন্তু পূর্ণিমাভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন তার ফেরা নিয়ে। এদিকে মিডিয়ায় গুঞ্জন রটেছে, নতুন বিয়ের পর নাকি নতুন একটি সিদ্ধান্ত নিয়েছেন পূর্ণিমা। মিডিয়া থেকে নাকি তিনি নিজেকে গুটিয়ে নিতে শুরু করেছেন। যার প্রাথমিক প্রস্তুতি হিসাবে আড়ালে আছেন তিনি। তবে পূর্ণিমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মিডিয়া থেকে বিদায় হওয়ার কোনো পরিকল্পনা আমার নেই। আমি ভাবছি কীভাবে আরও ভালো কাজের সঙ্গে যুক্ত হওয়া যায়। আমার স্বামীও আমাকে কাজের বিষয়ে উৎসাহিত করছেন। গুঞ্জন সব সময় সত্য হয় না। নতুন সংসার গোছানোর কাজেই ব্যস্ত আছি। আশা করছি অল্প সময়ের মধ্যেই কাজে ফিরব আমি।’ এদিকে এ চিত্রনায়িকার হাতে রয়েছে দুটি সিনেমার কাজ। এগুলোর নাম হলো ‘জ্যাম’ ও ‘গাঙচিল’। দুটি সিনেমার কাজই শেষ হয়েছে অনেক আগে। এখন চলছে এগুলোর কারিগরি অংশের কাজ। এ ছাড়া একাধিক নতুন সিনেমার কাজ নিয়েও কথা চলছে। সিনেমার পাশাপাশি নাটকেও অভিনয়ে দেখা গেছে তাকে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD