March 28, 2023, 2:55 pm
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জে বিএনপি বিক্ষোভ সমাবেশ ও উপজেলা ছাত্রলীগ কালো পতাকা মিছিল করেছে। সমাবেশ শেষে মিছিল বের করলে পুলিশি বাধায় বিএনপি’র মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।
জানা যায়, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র উদ্যোগে বুধবার বিকেলে ‘দ্রব্যমূল্য, সার, জ্বালানী তেল, পরিবহন ভাড়া বৃদ্ধি ও লোডশেডিং’ এর প্রতিবাদে স্থানীয় মাইক্রোবাস ষ্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা মো.ফয়সল আমিন, জেলা বিএনপি’র আইন সম্পাদক এড. জয়নাল আবেদীন, স্থানীয় এমপি জাহিদুর রহমান জাহিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সদর উপজেলা বিএনপি সাধারন সম্পাদক আবদুল হামিদ, আমিনুল ইসলাম, আবদুর রশিদ প্রমুখ। এদিকে উপজেলা ছাত্রলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হত্যাচেষ্টার প্রতিবাদে পীরগঞ্জ পৌর শহরে কালো পতাকা মিছিল সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি উপজেলা আ.লীগ সভাপতি মো.ইমদাদুল হক, সাধারন সম্পাদক রেজওয়ানুর হক বিপ্লব, সহ.সভাপতি শামিমুজ্জামান জুয়েল প্রমুখ।