October 6, 2024, 2:05 am

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

বিশ্বে করোনায় আরও ১২১৬ জনের মৃত্যু, শনাক্ত ৫ লাখ ২৭ হাজার

যমুনা নিউজ বিডিঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে আরও ১ হাজার ২১৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৫ লাখ ২৭ হাজার ৫৮০ জন। এ নিয়ে করোনার শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৬০ কোটি ৫৩ লাখ ২৮ হাজার ৭৬২ এবং মৃত্যুর সংখ্যা ৬৪ লাখ ৮৬ হাজার ৮৬৩ জন।

বিশ্বে গত একদিনে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে জাপানে। এরপরই রয়েছে- রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া।

করোনা থেকে বিশ্বে এ পর্যন্ত সুস্থ হয়েছে ৫৮ কোটি ৩ লাখ ৫৮ হাজার ১৩৬ জন। আর গত একদিনে সুস্থ হয়েছে ৭ লাখ ৫২ হাজার ৮৯৩ জন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে রোববার (২৮ আগস্ট) এ তথ্য জানা গেছে।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিকে দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত একদিনে মৃত্যু হয়েছে ৮১ জনের। নতুন করে শনাক্ত হয়েছে ২১ হাজার ৯৮৬ জন।

ব্রাজিলে নতুন করে ৬৪ জনের মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছে ১২ হাজার ৩৮৬ জন। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৩ লাখ ৮১ হাজার ২৯৫ জন। আর মৃত্যুর সংখ্যা ৬ লাখ ৮৩ হাজার ৫২৮ জন।

দক্ষিণ কোরিয়ায় নতুন করে মৃত্যু হয়েছে ৮৬ জন। আর আক্রান্ত হয়েছে ৯৫ হাজার ৫৩৮ জন। এ নিয়ে এশিয়ার এ দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ২ কোটি ২৮ লাখ ৯৮ হাজার ৫২৩ জন। আর মৃত্যু ২৬ হাজার ৪৯৯ জন।

জাপানে গত একদিনে মৃত্যু হয়েছে ৩২৫ জনের। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৬২৮ জন।

তাইওয়ানেও এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ২৫ হাজার ৯০১ জন। আর মৃত্যু হয়েছে ৪০ জনের।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD