March 28, 2023, 3:36 pm
তারিকুল আলম সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে গত দুই সপ্তাহের ব্যবধানে কমেছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদাসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। এতে ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। বাজারে পণ্যের পর্যাপ্ত আমদানি থাকায় দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
শনিবার (২৭ আগস্ট) সকালে সিরাজগঞ্জের বড় বাজারে পণ্য কিনতে আসেন বেলাল হোসেন । তিনি বলেন, কাঁচামরিচ এক সপ্তাহ আগে কিনেছিলাম ১২০ টাকা কেজি। আজ কিনলাম ৬০ টাকা কেজি। পেঁয়াজ কিনেছিলাম ৬০ টাকা কেজি আজ নিলাম ৫০ টাকায়। রসুনও আগের চেয়ে কেজিতে ১০ টাকা কমে পেয়েছি। নিত্যপণ্যের দাম কমে যাওয়ায় অনেকদিন পর বাজারে কেনাকাটা করে একটু হলেও স্বস্তি পাচ্ছি।
আকবর আলী নামের আরেক ক্রেতা বলেন, ‘নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ায় মানুষের দৈনন্দিন জীবন অসহনীয় হয়ে উঠেছিল। আজ বাজারে এসে জিনিসপত্রের দাম কম শুনে কিছুটা ভালো লাগছে। বেগুন কিনেছি ৫০ টাকা কেজি দরে। আলু নিলাম ৩০ টাকা দরে। বিশেষ করে কাঁচামরিচের দাম শুনে অবাক হয়েছি। যে মরিচ কিনেছিলাম ২২০ টাকা কেজি আজ বাজারে সেই মরিচ বিক্রি করছে ৬০ টাকায়। ডিমের দামও অনেকটা কমে গেছে। প্রতি হালি ডিম নিলাম ৩৫ টাকা করে। যা আগে কিনতে হতো ৪৮-৫০ টাকা হালি। তবে ডিমের দাম আর একটু কমালে সাধারণ মানুষ অনেকটা স্বস্তি পাবে।
কাঁচামালের পাইকারি বিক্রেতা মানিক বলেন, ভারত থেকে পণ্য আমদানি হওয়ায় কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদাসহ সব ধরনের পণ্যের দাম কমেছে। আমদানি বন্ধ থাকলেই পণ্যের দাম বাড়ে। এখন আমদানি হচ্ছে বলে বাজারেও পণ্যের দাম কমে গেছে ।