April 19, 2024, 10:45 pm

সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলায়  বিএনপি-আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

তারিকুল আলম,সিরাজগঞ্জঃ বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিএনপি ও আওয়ামীলীগ পাল্টাপাল্টি  সমাবেশ আহবান করায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া পৌরসভা, পাঙ্গাসী ইউনিয়ন, চান্দাইকোনা ইউনিয়ন সহ রায়গঞ্জ থানা এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৃপ্তি কণা মন্ডল। এতে ঐ সকল এলাকায় পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার গণজমায়েত, সমাবেশ, বিক্ষোভ মিছিল, র‍্যালী, শোভাযাত্রা ইত্যাদি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ করতে পারবে না। রায়গঞ্জ উপজেলা প্রশাসনের এক প্রজ্ঞাপন সুত্রে জানা যায়, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এর গত ২৪ আগষ্ঠের আবেদনের প্রেক্ষিতে ২৫ আগষ্ঠ তারিখে বিভিন্ন রাজনৈতিক দল সমুহ কর্তৃক রায়গঞ্জ থানার উল্লেখিত স্থান সমুহে বিক্ষোভ সমাবেশ আহবান করার প্রেক্ষিতে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ১৪৫ ধারা বিধি মোতাবেক আদেশ জারী করেন। উল্লেখ্য সরকার কর্তৃক সার ও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি, পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি, বিদ্যুতের অব্যাহত লোডশেডিং, নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের অসহনীয় মূল্য বৃদ্ধি ও ভোলায় বর্বরোচিত হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে ২৫ আগষ্ঠ  তারিখে সমাবেশের ঘোষনা দিয়ে প্রস্ততি সহ প্রচারনা চালায় রায়গঞ্জ উপজেলা বিএনপি। অন্যদিক একই দিন সমাবেশের ঘোষনা দেয় রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD