September 8, 2024, 7:29 am
ষ্টাফ রিপোর্টারঃ কলেজ চলকালীন সময়ে পার্কে ঘোরাঘুরি করায় ১০ জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পরে তাদের শিক্ষক ও পরিবারকে জানিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার দুপুর ২ টার দিকে শহরের পৌর পার্ক থেকে এই শিক্ষার্থীদের আটক করে পুলিশ।
বিষয়গুলো নিশ্চিত করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম।
তিনি জানান, আটকরা বগুড়া শহরের বিভিন্ন কলেজের শিক্ষার্থী। ক্লাস চলাকালীন সময়ে তারা পার্কে ঘুরতে আসেন। এজন্য তাদের আটক করা হয়। পরে তাদের সচেতন করে শিক্ষক ও অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।