March 23, 2023, 11:11 am
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারন সম্পাদক আশফাকুল ইসলাম পাভেলকে (৩৮) অস্ত্র মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।
গ্রেপ্তার পাভেল উপজেলার সান্তাহার পৌর শহরের কলসা মহল্লার মৃত সিরাজুল ইসলামের ছেলে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, উপজেলার সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আশফাকুল ইসলাম পাভেলের বিরুদ্ধে একটি অস্ত্র আইনে মামলা ছিল। গত ৩১ মে সেই মামলায় আদালত তাকে ১৫ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার পুলিশ ফাঁড়ির এসআই রকিব হোসেন ও এএসআই আজিমুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর শহরের হার্ভে স্কুল মোড় এলাকায় বুধবার বেলা ১২ টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
ওসি আরোও জানান, থানায় পাভেলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আরো ৬ টি মামলা রয়েছে।