April 25, 2024, 10:44 pm

শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান

শাজাহানপুর প্রতিনিধিঃ  মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত শাজাহানপুর থানা এলাকার মাঝিড়া বাজার, বি ব্লক বাজার, বৃ কুষ্টিয়া রোড, ক্ষুদ্র কুষ্টিয়া, ডোমনপুকুর, বেলপুকুর, খরনা প্রভৃতি এলাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে শাজাহানপুর থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন। অভিযানকালে কিশোর গ্যাংয়ের ক্ষতিকর দিক সমূহ তুলে ধরে এলাকার মানুষকে সচেতন হতে আহ্বান জানানো হয়। সেই সাথে সন্তানদের খোঁজ খবর রাখা, অকারণে ঘোরাফেরা না করা, মাদক সংশ্লিষ্টদের সাথে না মেশা এবং সন্তানকে নিয়মিত পড়াশোনার খোঁজ খবর নিতে অভিভাবকদের পরামর্শ দেয়া হয়। কিশোরদেরকে সন্ধ্যার আগেই ঘরে ফিরে পড়ালেখা করতে বলা হয়। লেখাপড়া করে মানুষের মত মানুষ হয়ে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে বলেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন। এ সময় শাজাহানপুর থানার এস আই আরিফুল ইসলাম, এস আই শামীম হোসেন, এস আই শামীম হাসান, এস আই রেজাউল করিম,এ এস আই সেকেন্দার বাদশা সহ থানার অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় সাধারণ জনতা অফিসার ইনচার্জের সাথে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একাত্মতা ঘোষণা করে। এদিকে শাজাহানপুর থানা পুলিশের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করছে থানা এলাকার সর্বস্তরের জনগণ।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে। এই অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, এই কিশোরেরা যেন পড়ালেখা করে মানুষের মত মানুষ হয় এবং তাদের জীবন যেন বিপথে না যায় এটাই আমাদের প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD