April 23, 2024, 9:02 am

বরগুনায় ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ

যমুনা নিউজ বিডিঃ বরগুনায় শোক দিবসের অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষ থামাতে পুলিশের বেধড়ক লাঠিচার্জে কমপক্ষে শতাধিক আহত হয়েছেন।

সোমবার সকালে জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রবেশের সময় ছাত্রলীগের পদবঞ্চিতরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল মারতে থাকে।
এ সময় সভাপতি-সাধারণ সম্পাদকের সমর্থকরা পাল্টা প্রতিহত করলে দু’গ্রুপের মধ্য শিল্পকলা একাডেমীর দু’তলায় সংঘর্ষ শুরু হয়। দু’তলা থেকে নিচে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছুড়লে গাড়ির সামনের গ্লাস ফেটে যায়। এ সময় পুলিশ সংঘর্ষ থামাতে বেধড়ক লাঠিচার্জ শুরু করলে কমপক্ষে শতাধিক আহত হয়।

সংঘর্ষ চলাকালে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শমভু সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত সাধারণ অতিথিদের মধ্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ বরগুনা নৌ-বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ৫টি রামদা উদ্ধার করে।

জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল কবির রেজা সাংবাদিকদের বলেন, শিল্পকলা একাডেমীতে প্রবেশের সময় শিল্পকলা একাডেমীর দু’তলা থেকে আমাদের উপর ইট পাটকেল ছুড়ে মারা হয়।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এ ঘটনায় কেউ আটক বা মামলা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD