March 29, 2024, 4:36 am

জুলাইয়ে এলসি নিষ্পত্তি কমেছে ১১৭ কোটি ডলার

যমুনা নিউজ বিডিঃ  দেশে আমদানি ব্যয় মেটাতে চাপ পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। চাপ কাটাতে বেশকিছু উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর সুফলও মিলছে। আমদানি ব্যয় সংকোচন নীতিতে এক মাসের ব্যবধানে ১১৭ কোটি ডলারের এলসি নিষ্পত্তি কমেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গত এপ্রিল থেকেই আমদানি নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন গভর্নর যোগ দেওয়ার পরও তা অব্যাহত রেখেছে। এর ফলে জুলাই মাসে এলসি নিষ্পত্তির (এলসি স্যাটেলমেন্ট) পরিমাণ কমেছে। যেটাকে সফলতা হিসেবেই দেখছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছর জুলাই মাসে এলসি নিষ্পত্তি করা হয়েছে ৬৫৮ কোটি ডলার। যা আগের মাস জুনে এলসি নিষ্পত্তি করা হয়েছিল ৭৭৫ কোটি ডলার। ফলে জুন মাসের তুলনায় জুলাইয়ে ১১৭ কোটি ডলার এলসি নিষ্পত্তি কমেছে। যা শতকরা হিসাবে ৯ দশমিক ২৩ শতাংশ। অন্যদিকে জুলাই মাসে ৫৫৫ কোটি ডলারের এলসি খোলা হয়েছে। আগের মাস জুনে এলসি খোলা হয়েছিলো ৭৯৬ কোটি ডলারের। অর্থাৎ, এক মাসের ব্যবধানে এলসি খোলা কমেছে ৩০ দশমিক ২০ শতাংশ।

চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে এলসি নিষ্পত্তি হয়েছিল ৬৮৫ কোটি ডলারের। ফেব্রুয়ারিতে ৬৫৫ কোটি, মার্চে ৭৬৭ কোটি, এপ্রিলে ৬৯৩ কোটি, মে মাসে ৭২৫ কোটি, জুনে ৭৭৫ কোটি এবং জুলাই মাসে নিষ্পত্তি হয় ৬৫৮ কোটি ডলারের।

চলতি বছর জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে এলসি নিষ্পত্তি কমে ৪ দশমিক ২৬ শতাংশ, তবে মার্চে তা বেড়ে যায় ১২ দশমিক ২ শতাংশ, এপ্রিলে বাড়ে ৫ দশমিক ৬৬ শতাংশ, মে মাসে কমে ৫ দশমিক ৫৩ শতাংশ, জুনে বাড়ে ১১ দশমিক ৮৮ শতাংশ, আর জুলাইয়ে কমে ৯ দশমিক ২৩ শতাংশ।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, সংকটময় পরিস্থিতি কাটিয়ে উঠতে চেষ্টা করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন গভর্নর যোগদানের পর নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এরমধ্যে আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে ৩ মিলিয়ন বা ৩০ লাখ ডলারের বেশি হলে ২৪ ঘণ্টা আগে কেন্দ্রীয় ব্যাংকে জানানোর কথা বলা হয়েছে। এছাড়া বিলাসবহুল পণ্যে এলসি মার্জিন শতভাগ করা হয়েছে। এ ক্ষেত্রে কোনো অনিয়ম পেলে তা আটকে দেওয়া হচ্ছে। এসব উদ্যোগের ফলে জুন মাসের তুলনায় জুলাই মাসে এলসি নিষ্পত্তি কমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD