April 19, 2024, 11:24 pm

নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন করতে হবে : এমপি হারুন

যমুনা নিউজ বিডিঃ ‘নির্বাচন করতে হলে অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে করতে হবে’ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন অর রশিদ।

বুধবার (৩ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

হারুন অর রশিদ বলেন, নির্বাচন কমিশন তো ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে পারেনি। সুতরাং, নির্বাচন করতে হলে অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে করতে হবে।

তিনি বলেন, গোটা রাষ্ট্রব্যবস্থা নির্বাচনি অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে। ভোটকেন্দ্রে গোপন কক্ষে রয়েছে ছদ্মবেশী ডাকাত। হয়তো ছাত্রলীগ-যুবলীগ, নয়তো প্রশাসনের অথবা ডিবির লোক রয়েছে।

বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকার জালিম এবং মোনাফেক। তাদের কথা ও কাজের মিল নেই। তারা আমানতের খেয়ানত করছে। দেশে বিদ্যুৎ নেই। সারের দাম বাড়ালে। দেশকে ভয়াবহ সংকটের দিকে নিয়ে যাচ্ছে।

এমপি হারুন বলেন, দেশে নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। আমরা যে নির্বাচনে এমপি, সেটা সরকারের একটা কূটকৌশল। সে সময় চূড়ান্ত প্রহসন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD