April 19, 2024, 7:13 pm

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল

বগুড়া নিউজ ২৪ঃ শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিংহে। তিনি দেশটির প্রধানমন্ত্রী ও পরে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। দেশটির পার্লামেন্টে প্রথমবারের মতো ভোটাভুটিতে অষ্টম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তিনি। বুধবার দেশটির ২২৫ আসনের পার্লামেন্টে আয়োজিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন ২২৩ এমপি। এর মধ্যে চারটি ভোট বাতিল ঘোষণা করা হয়। রনিল বিক্রমাসিংহে পেয়েছেন ১৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সাংবাদিক ও এমপি দুল্লাস আলাহাপ্পেরুমা পেয়েছেন ৮২ ভোট। তৃতীয় অবস্থানে থাকা বামপন্থি নেতা অনুরা কুমারা দিসানায়াকা পেয়েছেন শুধু তিন ভোট।

পার্লামেন্টে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করার প্রক্রিয়া হিসেবে এই তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী গতকাল মঙ্গলবার সফল ও চূড়ান্তভাবে মনোনয়নপত্র জমা দেন। বুধবার সকাল ১০টায় পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবিবর্ধনের উপস্থিতিতে শুরু হয় অধিবেশন। ফল ঘোষণা করা হয় দুপুর পৌণে ১টার দিকে। তীব্র বিক্ষোভের মুখে গেল সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপ হয়ে সিঙ্গাপুরে পালিয়ে যান। এর আগে তিনি পদত্যাগপত্রে সইও করেন। এর পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিজের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। এর পর থেকে প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে পড়ে।

এদিকে বিক্ষোভকারীরা রনিলকে মেনে নেননি। তারা গোতাবায়াসহ রনিল বিক্রমাসিংহের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD