December 8, 2023, 9:22 am

দিনাজপুরে ৩৪ বস্তা সরকারি চাল উদ্ধার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : ঈদ-উল-আযহা উপলে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ এর ৩৪ বস্তা চাল দিনাজপুরের খানসামার ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা পিআইও কার্যালয়ের কর্মকর্তা। এসব চাল ঈদের আগে তালিকাভুক্তদের মাঝে দেওয়ার কথা থাকলেও তা বিতরণ করা হয়নি। তালিকাভুক্ত উপকারভোগীরা চাল নিতে না আসার দাবি করেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান। এ ঘটনায় ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল ও সচিব ফরহাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ করেছে উপজেলা প্রশাসন। রবিবার দিবাগত রাত ১০টার দিকে খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের হলরুম থেকে এসব চাল উদ্ধার করা হয়। অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল বলেন, নির্ধারিত সময়ে তালিকাভুক্ত লোক না আসায় চাল বিতরণ করা হয় নাই। এখানে আত্মসাৎ করার অভিযোগটি মিথ্যা।

খানসামা উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভেড়ভেড়ী ইউনিয়নের ভিজিএফের চাল বিতরণ না করে ইউনিয়ন পরিষদে রাখার অভিযোগ পেয়ে পরিষদ ভবনের হলরুম থেকে ৩৪ বস্তা ভিজিএফ’র চাল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ও সচিবকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। এরপর তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD