December 8, 2023, 12:23 pm
তারিকুল আলম, সিরাজগঞ্জঃ মুক্তিযুদ্ধের সংগঠক মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির দীর্ঘদিনের সহচর, বিএনপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় নেতা সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ সদর আসনের প্রয়াত সংসদ সদস্য মির্জা মোরাদুজ্জামানের ২৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন খানি, দোয়া মাহফিল, স্মরণ সভা ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ জুলাই) সকাল ১০টায় পৌর মালশাপাড়া কবরস্থানে মোরাদুজ্জামানের স্মৃতি সংসদের সদস্য সচিব আক্তারুজ্জামানের সভাপতিত্বে দোয়া, আলোচনা ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এ্যাড. মোকাদ্দেস আলী, সহ সভাপতি ও কাজিপুর উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল হাসান তালুকদার রানা, সহ-সভাপতি খ. ম রকিবুল হাসান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক, মিলন ইসলাম খান, মাজেদুল হক রতন, সম্পাদক সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম পিন্টু, সহ প্রচার সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, জেলা শ্রমিক দলের আহবায়ক আব্দুল মজিদ সরকার, জেলা ওলামা দলের আহবায়ক হাফেজ মওলানা আব্দুর রাজ্জাক, ওলামা দলের সদস্য সচিব হাফেজ নুর নবী হুসাইন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হোসেন, সাবেক ছাত্র নেতা ভিপি সালাউদ্দিন আলাল, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, সাবেক ছাত্র নেতা মোঃ রানা সরকার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠান টি পরিচালনা করেন মরহুম মোরাদুজ্জামানের ছেলে জেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।