December 8, 2023, 10:05 am

হাটহাজারীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দদের মতবিনিময়

যমুনা নিউজ বিডিঃ  হাটহাজারী মডেল থানার নবাগত ওসি মো. রুহুল আমিন সবুজ এর সঙ্গে উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭) জুলাই দিবাগত রাতে মডেল থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি মো. রুহুল আমিন সবুজ বলেন, পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। তিনি নারী নির্যাতন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও ভূমিদস্যসহ নানা অসামাজিক বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় আলোচনা সভায় বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া (দৈনিক আজাদী)।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. হোসেন (দৈনিক আমাদের নতুন সময় ও দৈনিক দেশবাংলা), সাধারণ সম্পাদক মো. হোসেন মনছুর (দৈনিক আজকের পত্রিকা), সাংগঠনিক সম্পাদক মো. আসলাম পারভেজ (দৈনিক ইনকিলাব ও চট্টগ্রাম মঞ্চ), দপ্তর সম্পাদক মো.আবু তালেব (দৈনিক যুগান্তর ও পূর্বদেশ), নির্বাহী সদস্য মো.খোরশেদ আলম শিমুল (দৈনিক পূর্বকোণ ও মানবকন্ঠ), প্রেস ক্লাব সদস্য মো. আজিজুল ইসলাম স্বপন (দৈনিক আমাদের সময়), মো. আলাউদ্দীন (দৈনিক আমাদের অর্থনীতি ও একুশে পত্রিকা), একেএম নাজিম (আরটিভি ও সূপ্রভাত বাংলাদেশ) প্রমুখ।

প্রসঙ্গত, নবাগত ওসি রুহুল আমিন সবুজ গত ১৩ জুলাই ২০২২ ইং মঙ্গলবার হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।

এর আগে তিনি সিএমপির চকবাজার ও বাকলিয়া থানায় ওসির দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD