December 8, 2023, 10:05 am
যমুনা নিউজ বিডিঃ হাটহাজারী মডেল থানার নবাগত ওসি মো. রুহুল আমিন সবুজ এর সঙ্গে উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭) জুলাই দিবাগত রাতে মডেল থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি মো. রুহুল আমিন সবুজ বলেন, পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। তিনি নারী নির্যাতন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও ভূমিদস্যসহ নানা অসামাজিক বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় আলোচনা সভায় বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া (দৈনিক আজাদী)।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. হোসেন (দৈনিক আমাদের নতুন সময় ও দৈনিক দেশবাংলা), সাধারণ সম্পাদক মো. হোসেন মনছুর (দৈনিক আজকের পত্রিকা), সাংগঠনিক সম্পাদক মো. আসলাম পারভেজ (দৈনিক ইনকিলাব ও চট্টগ্রাম মঞ্চ), দপ্তর সম্পাদক মো.আবু তালেব (দৈনিক যুগান্তর ও পূর্বদেশ), নির্বাহী সদস্য মো.খোরশেদ আলম শিমুল (দৈনিক পূর্বকোণ ও মানবকন্ঠ), প্রেস ক্লাব সদস্য মো. আজিজুল ইসলাম স্বপন (দৈনিক আমাদের সময়), মো. আলাউদ্দীন (দৈনিক আমাদের অর্থনীতি ও একুশে পত্রিকা), একেএম নাজিম (আরটিভি ও সূপ্রভাত বাংলাদেশ) প্রমুখ।
প্রসঙ্গত, নবাগত ওসি রুহুল আমিন সবুজ গত ১৩ জুলাই ২০২২ ইং মঙ্গলবার হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।
এর আগে তিনি সিএমপির চকবাজার ও বাকলিয়া থানায় ওসির দায়িত্ব পালন করেন।