July 16, 2024, 9:57 am

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

সোমবার (১৮ জুলাই) সকালে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের জয়নগর আমন্ত্রণ হোটেলের সামনে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহত মেহেদি হাসান মিঠু সরদার (৩৫) ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারি গ্রামের মন্টু সরদারের ছেলে। তবে এই আহতদের নাম ঠিকানা এখনো জানা যায়নি।

হাইওয়ে পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে দাশুড়িয়া দিকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকারের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং প্রাইভেটকারের সামনের অংশ ভেঙে যায়।

পাকশী হাইওয়ে থানার এসআই আনোয়ার হোসেন জানান, মেহেদি হাসান মিঠুর মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD